টিভি অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বন্দী জীবন থেকে বেরিয়ে এসে আবার পড়াশোনা শুরু করেছেন। গতকাল থেকে তিনি ক্লাস শুরু করেছেন। নিজের জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার আগে প্রভা একটি বেসরকারি ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে অনার্স করছিলেন। কিন্তু অপূর্বর সঙ্গে বিয়ে এবং বিয়ে-পরবর্তী অশালীন ভিডিও ফুটেজ প্রকাশ তার জীবন থেকে কেড়ে নেয় শান্তি। প্রভা চলে যান লোকচক্ষুর অন্তরালে। ঝেড়ে ফেলেন অভিনয়, মডেলিং এবং পড়াশোনা। কিছুদিন আগে অপূর্বর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। এটি ছিল তার জীবনে আরেকটি ধাক্কা। শেষ মানসিক শক্তিটুকুও তখন হারিয়ে ফেলেন তিনি। কিন্তু নিকটজনের আন্তরিক ব্যবহার তাকে আবার জাগিয়ে তোলে। প্রভা তখন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেন। সেই স্বপ্ন বাস্তবায়নের শুরুটা হলো গতকাল। তিনি দুপুর থেকে ক্লাস শুরু করলেন। জানা গেছে, প্রভা ক্যাম্পাসে পেঁৗছলে তার সহপাঠীরা তাকে স্বাগত জানায়। শিক্ষকরাও তাকে নতুনভাবে জেগে ওঠার জন্য অনুপ্রেরণা জোগায়। সবার আন্তরিকতা নতুনভাবে জীবন শুরু করার পথ দেখায় প্রভাকে। তিনি বলেন, 'আমি সবকিছু ভুলে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।'
সূত্রঃ- বাংলোদশ প্রতিদিন/11,03,2011